মোবাইল ফোনসেট নিয়ে বিরোধের পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (২৬ মে) ভোরে নগরীর নান্দাইল এলাকায় এ হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
স্বজনরা জানায়, কিছুদিন আগে কানুরামপুরের খুররম খান চৌধুরী কলেজের শিক্ষার্থী তারিফ হাসান হৃদয়ের মোবাইল ফোন চুরি হয়। পরে প্রতিবেশী ইলিয়াছের বান্ধবীর কাছ থেকে সেটি উদ্ধার করা হয়। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এর জের ধরে, আজ ভোরে হৃদয়কে বালিপাড়া ব্রিজের কাছে ডেকে নিয়ে যায় ইলিয়াছের আরেক বন্ধু। এসময় তার হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে ইলিয়াছ ও সহযোগীরা। পালানোর সময় রক্তমাখা জামাকাপড়সহ একজনকে আটক করে নান্দাইল থানায় সোপর্দ করে এলাকাবাসী।
হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।