জামালপুর প্রতিনিধি; জামালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এলজিইডির এক প্রকৌশলী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
রোববার (২৬ মে) সন্ধ্যায় মেলান্দহের বুরুঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এলজিইডির প্রকৌশলী হারুন কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন।
পথে জামালপুর-ইসলামপুর সড়কের বুরুঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত চারজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হরে প্রকৌশলী হারুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।