মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরপাড় থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধানখোলা উত্তরপাড়ার একটি পুকুরপাড় থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মৃতদেহ স্থানীয় মুন্নাফ মিয়ার পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
ঘটনাস্থল থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তবে ধারণ করা হচ্ছে, অবৈধ সম্পর্কের কারণে ওই শিশুকন্যার জন্ম হয়ে থাকতে পারে। কেউ গোপনে ওই শিশুটির মৃতদেহ ওই এলাকার পুকুরপাড়ে ফেলে রেখে গেছে।