ads
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

সাংবাদিক পুত্র ফাগুন হত্যার বিচার দাবিতে নকলায় মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৭ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: তরুণ সাংবাদিক এহসান ইবনে রেজা ফাগুনের হত্যাকারীদের দ্রুত চিহৃত ও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের নকলায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে ঢাকা-শেরপুর মহাসড়কের ঝুমুর সিনেমা হলমোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নকলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি তালাত মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনের বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা নকলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মোশারফ হোসেন, উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষে এসটিভি প্রতিনধি শাহাজাদা স্বপন, দৈনিক নতুন সময় প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, অপরাধ তথ্যচিত্র প্রতিনিধি মাহবুবর রহমান ও দূর্জয় ডট কম প্রতিনিধি নাসির উদ্দিন, স্বোচ্ছাসেবী সংগঠন শশী ফাউন্ডেশনের আবু বক্কর সিদ্দিক, আদর্শ উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক স¤্রাট মোস্তাহিন, ব্লাড ব্যাংক অব নকলার মোকিব হাসান মামুন, স্বাধীন ফাউন্ডেশনের জালাল উদ্দিন, সমাজ উন্নয়নের নূর হোসেন, সেবাকুঞ্জের বকুল আশরাফুল প্রমুখ বক্তব্য রাখেন।

নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, নকলা উপজেলা প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা-নকলা শাখা, নকলা অসহায় সহায়তা সংস্থা, শশী ফাউন্ডেশন, ব্লাড ব্যাংক অব নকলা, স্বাধীন ফাউন্ডেশন, সেবাকুঞ্জ সংগঠন, আদর্শ উন্নয়ন সংস্থা, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যান সংস্থাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানববন্ধনে একাত্ততা ঘোষনা করেন। তাছাড়া দৈনিক কালের কণ্ঠের জামালপুর জেলা প্রতিনিধি মস্তুফা মঞ্জুর উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও বিচার কামনা করা হয়। এসময় আমার বার্তা প্রতিনিধি হারুন অর রশিদ, ভোরের কাগজ প্রতিনিধি মোত্তালেব সেলিম, এমবি টিভি প্রতিনিধি শফিউল আলম লাভলু, এসএনএন টিভি প্রতিনিধি জিয়াউল হক জুয়েল, আমার সংবাদ প্রতিনিধি আব্দুর রফিক, কালের কণ্ঠ প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু, প্রভাতের ডাক প্রতিনিধি মো. সুখন, নিরাপত্তা ও তথ্য সংগ্রহে পুলিশ ও ডিএসবি কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক ফাগুনের হত্যাকারীদের চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে এর সুষ্ঠু বিচার না পেলে প্রয়োজনে সারাদেশের সাংবাদিকগন কঠোর কর্মসূচী দিবে বলে এই মানব বন্ধন থেকে হুশিয়ারী দেওয়া হয়। উল্লেখ্য, ২১ মে ঢাকা থেকে ট্রেন যোগে বাড়ি ফিরার পথে দুর্বৃত্তের হাতে নিহত হন তরুণ সাংবাদিক এহসান ইবনে রেজা ফাগুন।

জামালপুর সদর উপজেলার নান্দিনা রানাগাছা এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ১৬:২৩
  • ১৮:১১
  • ১৯:২৫
  • ৫:৪২
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102