রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৌ আক্তার (২২) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা আহত হয়েছেন।
শুক্রবার সকালে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৌ আক্তার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘুনারঘাট পদমদী গ্রামের আসাদ শেখের স্ত্রী।
স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম জানান, মৌ আক্তার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য তার বাবা মোমিন শেখের সঙ্গে মোটরসাইকেলে বালিয়াকান্দি উপজেলা সদরে যাওয়ার পথে ইসলামপুর ইউনিয়নের শহীদনগর প্রাথমিক বিদ্যালয় এলাকায় ইটভাটার ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিহত হন। এ সময় তার বাবা মোমিন শেখ আহত হন। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।