ফেনী শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিয়ন শফি উল্লাহকে (৫৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে সাড়ে ৯টায় ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ডের গাজী ক্রস রোডের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন মো. শফি উল্লাহ। গত কয়েক দিন আগে ছেলের সঙ্গে রাজধানী ঢাকায় চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার ফেনীতে আসেন।
রাত সাড়ে ৯টার দিকে তার সঙ্গে থাকা রুমমেট (রাজমিস্ত্রি) নামাজ শেষ করে বাসায় ফিরে মো. শফি উল্লাহর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনেছেন বলে জানান।
ফেনী মডেল থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।