ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এ আনন্দ ভাগাভাগি করতে এতিমদের মাঝে ঈদের পোশাক সামগ্রী বিতরণ করল সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
আজ ১ জুন শনিবার মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র অধীনে পরিচালিত রাজধানীর মিরপুরে তা’লিমুল উলুম মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের মাঝে সংস্থার পক্ষ হতে ঈদ পোশাক বিতরণ করা হয়।
এ সময় সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে যারা এতিমখানা পরিচালনা করছেন তাদের উদ্যোগকে স্বাগত জানাই। এখানে যারা এতিম আছেন তারা অনেকেই মা-হারা বাবা-হারা। তাদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে নতুন পোশাক দিতে পেরে আমি আনন্দিত। তারা দেশের কল্যাণে ভালো পড়ালেখা করে স্বাবলম্বী হোক এটাই আমার প্রত্যাশা।
উল্লেখ্য, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে এ এতিমখানাটি পরিচালিত হচ্ছে। এখানে প্রায় ৪০ জন শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। এছাড়াও দেশের কয়েকটি শাখায় সংস্থার উদ্যোগে আলোর মিছিল স্কুল পরিচালিত হচ্ছে।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম।