এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি; কুড়িগ্রামের উলিপুরে স্বামীর সাথে অভিমান করে জাহানারা বেগম নামের ২ সন্তানের জননী আত্মহত্যা করেছে।
শনিবার সকালে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম গ্রামে ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঐ গ্রামের আব্দুল লতিফের পূত্র মজিবর রহমান ও তার স্ত্রী জাহানারা বেগম (৪০)এর মাঝে দীর্ঘ দিন থেকে পারিবারিক সমস্যা বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এমতাবস্থায় ঘটনার দিন রাতে সেহরীর সময় মেয়ের বিয়ে নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে শনিবার সকালে সবার অজান্তে গৃহবধুটি শয়ন ঘরে ধরনার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ইউ,ডি মামলা দায়ের করা হয়েছে।