ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। শনিবার (১ জুন) তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই নারী। যদিও নেইমারের বাবা ছেলের বিরুদ্ধে এমন অভিযোগকে সাজানো বলে দাবি করেন।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউনিভার্সো অনলাইনের বরাত দিয়ে মার্কা ডটকম জানায়, ওই নারীর অভিযোগ অনুযায়ী, গত ১৫ মে ফ্রান্সের রাজধানী প্যারিসে এই ঘটনা ঘটে। তিনি দাবি করেন, ইনস্টাগ্রামের মাধ্যমে নেইমারের সঙ্গে তার পরিচয়। প্যারিসের একটি হোটেলে মাতাল এবং আক্রমণাত্মক অবস্থায় নেইমার তার সঙ্গে দেখা করতে আসেন। এই ঘটনার দু’দিন পর তিনি ব্রাজিলে ফিরে যান এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকায় এতদিন প্রকাশ্যে কিছু বলেননি।
ধর্ষণের অভিযোগ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি নেইমার। ঘরের মাঠে কোপা আমেরিকাকে সামনে রেখে জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।