নিজস্ব প্রতিনিধি; চলতি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে উড়ন্ত সূচনা করায় টিম মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা। রোববার রাতে এক অভিনন্দন বার্তায় আনোয়ার-ই-তাসলিমা বলেন, এ জয়ে গোটা টাইগার সমর্থকরা খুবই আনন্দিত। জয়ের এই ধারা অব্যাহত থাকবে এ কামনা করছি ।
তিনি আরও বলেন, আজকের এই জয় চলতি বিশ্বকাপের প্রতিটি খেলায় বাংলাদেশ ক্রিকেট দলকে অনুপ্রেরণা যোগাবে। আজকের এই বিজয় জানান দিয়েছে, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ দল এখন পরিপূর্ণ শক্তির দল । যেকোনো দলের বিরুদ্ধেই খেলার মাঠে লড়াই করে বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ী হতে প্রস্তুত।
খেলোয়ারদের পাশাপাশি ক্রিকেট বোর্ড, কোচ এবং ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান ।