শেরপুর জেলা প্রতিনিধি; স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে অসহায় ও দরিদ্রদের মধ্যে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জুন) দুপুরে শহরের নিউমার্কেটে প্রায় শতাধিক অসহায় শিশু ও দরিদ্রদের মধ্যে এসব বিতরণ করা হয়।
শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব ও রক্ত সৈনিক বাংলাদেশের সহযোগিতায় বিতরণকালে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন, মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া, সমাজকর্মী শামীম হোসেন, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জি এম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী প্রভাষক মহিউদ্দিন সোহেলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ঈদের নতুন পাঞ্জাবী ও খাদ্য সামগ্রী পেয়ে রিকশা চালক হান্নান বলেন, ‘বাবারা অনেকদিন বাইচ্চা (বেঁচে) থাকুক। আমি সব সময় দোয়া করি। আমার মতো রিকশা চালককে নতুন কাপড় দিছে। আমি এই পাঞ্জাবী দিয়ে ঈদের নামাজ পড়ব।’ হত দরিদ্র সুখি বেগম বলেন, আমার জীবনে কেউ ঈদে কাপড় দেই না, এবার নতুন শাড়ি পাইছি। আমার খুব ভালো লাগতাছে। আমি দোয়া করি বাবারা (সংগঠনের সদস্যরা) মেল্লা (অনেক দিন) বেঁচে থাকুক।
আয়োজন সম্পর্কে জানতে চাইলে ‘বিডি ক্লিন’ শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু বলেন, আসছে ঈদে সমাজের সবাই এক সঙ্গে আনন্দ করতে চাই। তাই খুব স্বল্প পরিসরে হলেও সমাজের অসহায় ও দরিদ্র পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে ‘বিডি ক্লিন’ পরিবার। ঈদের এই খুশি ছড়িয়ে যাক চারপাশে।
সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া বলেন, শুদ্ধ সমাজ গঠনে সহযোগিতার মনোভাব প্রয়োজন। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে একে অপরের পাশে দাঁড়ানো জরুরি। এই আয়োজনে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক পুরো পৃথিবীতে।
সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন বলেন, মানুষ মানুষের জন্য। ঈদের খুশিতে আমরা সবাই একে অপরের পাশে থাকতে চাই। সমৃদ্ধ পৃথিবী গড়তে এই সহানুভূতি বিশেষ প্রয়োজন। ‘বিডি ক্লিন’-এর উদ্যোগে এই প্রচেষ্টা কিছু মানুষের মুখে হাসি ফোটাবে এটাই আমাদের অর্জন।
অনুষ্ঠানে অসহায় ও দরিদ্রদের সহযোগিতার পাশাপাশি ছয়জন দরিদ্র রিকশাওয়ালার পরিবারে ঈদের সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।