শেরপুর জেলা প্রতিনিধি; বুধবারই হতে পারে ঈদ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেকড়ের টানে বাড়ি ফিরেছেন অনেকেই। ইতিমধ্যে কেনাকাটাও সেরে ফেলেছেন। ঈদ প্রস্তুতির শেষ মুহূর্তে এখন শেরপুর শহরের দোকানগুলোতে জমে উঠেছে আতর, সুরমা, টুপি ও জায়নামাজ বিক্রির ধুম।
সোমবার বিকেলে শেরপুর শহরেরর তেরাবাজার ও নয়ানী বাজারে গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষে এসব পণ্যের বিক্রি জমে উঠেছে। নিউমার্কেট, খরমপুর, থানার মোড়, খোয়ারপাড় মোড়সহ বিভিন্ন ফুটপাতের ওপর টেবিল বসিয়ে চলছে টুপি, আতর ও জায়নামাজ বেচাকেনা।
বিক্রেতারা জানান, ঈদের নামাজের প্রস্ততি হিসেবে ক্রেতারা এসব পণ্য ক্রয় করছেন। চলবে চাঁদ রাত পর্যন্ত।
তেরা বাজারের আতর-টুপি বিক্রেতারা জানান, আমরা ক্রেতাদের স্বাচ্ছন্দ্য’র কথা মাথায় রেখে উন্নত মানের আতর বস, স্যানেল, গুছি, টমি, পোলো ও এরাবিয়ান উদ সরবরাহ কতা হয়েছে। সাদিয়া ক্যাপ হাউজে আছে বেলি, রজনীগন্ধ্যা, হাসনাহেনা, জুঁইসহ নানান ফুলের সুগন্ধি আতর।
বিক্রেতারা বলেন, এমন হরেক পদের শিশির দাম পড়বে সাধারণত সর্বনিম্ন ৫০ টাকা থেকে ৩৫০ টাকা।
মাদ্রাসার সামনের দোকানে আতর কিনতে আসা ক্রেতা আরিফুল ইসলাম বলেন, প্রতি ঈদে এখানে বাবার সঙ্গে আতর কিনতে আসি। এবার একাই এসেছি। এখানে ভালো মানের আতর পাওয়া যায়, দামও হাতের নাগালে।