সোমবার সরকারি অফিস, ব্যাংক ও গার্মেন্ট কারখানা খোলা থাকায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেষ ধাপে মঙ্গলবার সকাল থেকে মানুষ বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। ফলে পঞ্চম দিনে শিমুলিয়া ঘাটে একটু চাপ পড়েছে।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া প্রান্তে দক্ষিণাঞ্চলে যাওয়ার উদ্দেশে ছোট ও বড় গাড়ি মিলে ৫ শতাধিক যানবাহন অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলীম জানান, গত কয়েকদিন যানবাহনের চাপ কম ছিল। তবে আজ একটু চাপ বেশি। ঘাটে প্রাইভেট কার রয়েছে ৪ শতাধিক আর বড় বাস রয়েছে ৬০টির মতো। তবে আমাদের ১৮টি ফেরি সচল রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে অপেক্ষামান যানবাহন পার করা সম্ভব হবে।