দেশের ৬৪ জেলার কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তবে, আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক করছে চাঁদ দেখা কমিটি।
এর আগে চাঁদ দেখা কমিটি জানায়, তাদের পাওয়া তথ্য অনুযায়ী দেশের ৬৪ জেলার কোথাও চাঁদ দেখার খবর তারা পায়নি।
মঙ্গলবার (০৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হয়। সেখানে সভাপতিত্ব করছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।