ads
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

রামুতে নিরহ শিক্ষক পরিবারে সন্ত্রাসী হামলায় শিক্ষক কল্যাণ সমিতির নিন্দা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৬ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি; কক্সবাজারের রামু অফিসেরচরে গত ২৯ মে চিহ্নিত সন্ত্রাসী বাহিনী কর্তৃক নিহত আব্দুল হামিদ খান ভাসানী ও জুলফিকার আলি ভুট্টুর পরিবারের উপর নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কক্সবাজার জেলার বিভিন্ন অঙ্গ সংগঠন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কক্সবাজার জেলা শাখার সভাপতি আবদুল অদুদ বলেন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুট্টু ও তার পরিবারকে প্রাণে মারতে ভাসানী হত্যাও মন্দির পোড়াসহ একাধিক মামলার আসামী সোয়েব সাইদ বাহিনীর হামলার তীব্র নিন্দা জানাই।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কক্সবাজার সদর উপজেলার সভাপতি আবদুল হালিম বলেন,একজন শিক্ষক একটি জাতি গড়ার মেরুদণ্ড।এ শিক্ষকের নিরাপত্তা আজ কোথাও নেই।পদে পদে শিক্ষকরা লাঞ্ছিত ও বঞ্চনার শিকার হচ্ছেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির জেলার সাধারন সম্পাদক জুলফিকার আলি ভুট্টুর পরিবারের উপর সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা জানাই এবং চিহ্নিত সন্ত্রাসী সোয়েব সাইদ বাহিনীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানাই প্রশাসনের প্রতি।

একইভাবে নিন্দা জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কক্সবাজার সদরের সাধারণ সম্পাদক ও জেলা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম । সদর শাখার সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন ও সংগঠনের উপদেষ্টা জাফর আহমদ।

নিন্দা জানিয়েছেন রামু শাখার সভাপতি, নুরুল আবছার, সাধারণ সম্পাদক, ফরিদুল আলম। সদস্য, আমান উল্লাহ, ওবায়দুল্লাহ।

উখিয়া শাখা থেকে নিন্দা জানিয়েছেন,সভাপতি- একেএম হাবিবউল্লাহ বাহার।সাধারণ সম্পাদক- ফরিদুল আলম ও সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ইকবাল।

তারা আরো বলেন,জুলফিকার আলি ভুট্টো কোন রাজনৈতিক সংগঠনে লিপ্ত নেই, আগেও ছিলো না। ২০০৫ সালে সরকারিভাবে জেলার শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তিনি। বর্তমানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কক্সবাজার জেলার সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছে। প্রভাবশালী সন্ত্রাসী সোয়েব সাইদ বাহিনী তার পরিবারের বিরুদ্ধে যে মরণ খেলায় মেতেছেন তার শেষ চাই । এব্যাপারে আমরা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

সংশোধিত – ভুলবশত গত ৩০ মে, ৩১ মে এবং ৩ জুন স্থানীয় কিছু দৈনিক এবং জাতীয় অনলাইন পত্রিকায় ঘটনার তারিখ ২৯ পরিবর্তে ২৮ তারিখ উল্লেখ করা হয়, পদবী ভুল দেয়া হয়। ভাসানী হত্যা সময় সকাল ৮ টার পরিবর্তে ৪ টা উল্লেখ করা হয়েছে। এবং মামলা নং ১৮৩/১৬ সি.আর ৩০২/৩৪ প্যানেল কোড পরিবর্তে ১৮/১৬ হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ১৬:২৬
  • ১৮:১৬
  • ১৯:৩১
  • ৫:৪১
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102