ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল আবহাওয়া অফিস। তাই হলো। কখনো রোদ, কখনো মেঘ, আবার কখনো বৃষ্টি। বেশ কয়েক দিন ধরেই চলছে আবহাওয়ার এই খেলা।
পশ্চিমা-পূবালী বায়ুর প্রভাবে বুধবার (৫ জুন) ভোর রাত থেকে সারাদেশের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকাল হতেই কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এরমধ্যেই মুসল্লিরা ঈদের জামাতে অংশ নিতে ঘর থেকে বের হন।
বুধবার (৫ জুন) সকাল সাতটা ৪০ মিনিটের দিকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি নামে। প্রধান প্রধান সড়কগুলোতে পানি জমে যায়। রাস্তায় রিক্সা, সিএনজি চলাচল কম থাকায় ঈদ জামাতে অংশ নিতে যারা বের হয়েছিলেন, তারা ভোগান্তিতে পড়েন। রাজধানীতে এখনও বৃষ্টি হচ্ছে। এতে করে ঈদের জামাতগুলো শুরু হতে দেরি হয়। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানিয়েছেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি থাকবে। সন্ধ্যায় কমে আসতে পারে। সারাদিনই বৃষ্টি থাকবে উল্লেখ করে তিনি বলেন, বছরের এ সময় এমন বৃষ্টিপাত স্বাভাবিক।
দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এরপরের কয়েকদিনও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা।