জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ফিনল্যান্ড বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সাওলি নিনিস্টো। মঙ্গলবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে গেলে এই আশ্বাস দেন তিনি।
ফিনল্যান্ডের স্থানীয় সময় দুপুরে দেশটির প্রেসিডেন্ট শাওলি নিনিস্টোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান নিনিস্টো।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার গণমাধ্যমকে জানান, দুই শীর্ষ নেতার আলোচনায় প্রাধান্য পায় জলবায়ু পরিবর্তনের ইস্যু। এ সময় শেখ হাসিনা দেশের ক্ষতির নমুনা তুলে ধরলে, শাওলি নিনিস্টো বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট।