লালমনিরহাটে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
বুধবার (৫ জুন) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি স্মৃতিসৌধে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বড়বাড়ি স্মৃতিসৌধে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রীর মৃত্যু হয়। এতে আহত হন অন্তত আট যাত্রী।
এ বিষয়ে তিনি আরও বলেন, আহতদের লালমনিরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঈদে ঘরমুখো এসব মানুষ কুড়িগ্রামের হবে বলে ধারণা করা হচ্ছে।