নোয়াখালীতে পরকীয়ার সন্দেহে দুই নারী-পুরুষকে বেঁধে বর্বর নির্যাতন চালানো হয়েছে। সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বুদ্দিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাফর নামে স্থানীয় এক গ্রাম্য ডাক্তার গ্রামের মানুষের সামনে ভুক্তভোগী দুইজনকে মারধর করেন। এসময় ওই পুরুষের মাথাও ন্যাড়া করে দেয়া হয়। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নির্যাতিত পুরুষকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জানায়, ধারের টাকা নিতে ওই নারীর বাড়ি গেলে স্থানীয়রা তাকে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করে।
বুধবার সন্ধ্যায় নির্যাতিতা নারী, অভিযুক্ত ডাক্তারের স্ত্রী ও তার মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।