ক্রিস্টিয়ানো রোনালদোর জাদুকরী হ্যাটট্রিকে উয়েফা নেশন্স লিগের ফাইনাল নিশ্চিত করলো পর্তুগাল। পোর্তোর স্তাদিও দা দ্রাগাও’এ সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে সেলেকাওরা। আগামী রোববার ফাইনালে ইংল্যান্ড অথবা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পর্তুগাল।
গ্রুপ পর্বের কোনো ম্যাচেই ছিলেন না। গুরুত্বপূর্ণ সেমিফাইনালে ফিরেই সবটুকু আলো নিজের দিকে টেনে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। উয়েফা নেশন্স লিগও যেন প্রাণ ফিরে পেলো।
সুইজারল্যান্ড-পর্তুগাল দ্বৈরথ অনেক সমর্থকের মনেই খুব একটা রোমাঞ্চ জাগাবে না। তবে ম্যাচটা প্রথমবারের মত আয়োজিত নেশন্স লিগের সেমিফাইনাল। আর বড় মঞ্চ মানেই তো পর্তুগালের জ্বলে ওঠার উপলক্ষ।
রোনালদোর ফেরার সঙ্গে ক্লাব ফুটবলে দারুণ মৌসুম কাটানো তরুণ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের অভিষেক। শুরু থেকেই পর্তুগাল খেলতে থাকে অল আউট অ্যাটাকিং ফুটবল। তাই গোল পাবার অপেক্ষাটা দীর্ঘ হয়নি। জাতীয় দলের হয়ে শেষ ৪ ম্যাচের গোল খরা কাটান ক্রিস্টিয়ানো রোনালদো। ২৫ মিনিটে ফ্রি কিক থেকে করা তার গোলে এগিয়ে যায় পর্তুগাল।
পিছিয়ে পরেও উদ্যম হারায়নি সুইজারল্যান্ড। শাকিরি-সেফেরোভিচরা বেশ কিছু আক্রমণ করলেও তাতে লাভ হয়নি। গোলের দেখা পায়নি সুইসরা।
তবে দ্বিতীয়ার্ধ্বের পুরোটাই ছিলো নাটকীয়তায় ভরা। ম্যাচে সমতা আনার দারুণ একটা সুযোগ পায় সুইজারল্যান্ড। পর্তুগালকে পেনাল্টি দিলেও, ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির সহায়তায় তা উলটে পক্ষে যায় সুইসদের। সেখান থেকে গোল করে সমতা আনেন রিকার্ডো রদ্রিগেজ।।
এরপর এগিয়ে যেতে প্রানান্ত চেষ্টা করেছে দু’দলই। কিন্তু খেলা গড়াচ্ছিলো অতিরিক্ত সময়ের দিকে। তখনই ব্যবধান গড়ে দেন সিআর সেভেন। ৮৮ মিনিটে বার্নার্দো সিলভার অ্যাসিস্টে রোনালদোর গোলে আবারো এগিয়ে যায় সেলেকাওরা।
তাতেও যেন গোলের তৃষ্ণা মিটছিলো না ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের। খেলার শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করে ক্যারিয়ারের ৫৩তম হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। সঙ্গে তার দল পায় নেশন্স লিগের ফাইনালের টিকিট। আর পর্তুগালের মাটিতে সুইজারল্যান্ডের জয়খরা বেড়ে দাড়ালো ৫০ বছরে।