শেরপুর জেলা প্রতিনিধি ; শেরপুরের শ্রীবরদীতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আকরাম হোসেন (৩৫) নামে এক ধর্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (৫ মে) দুপুরে উপজেলার তাতিহাটি ইউনিয়নের জানকিখিলা হাফেজিয়া মাদ্রাসার পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ধর্ষক আকরাম হোসেন জানকিখিলা গ্রামের আব্দুল করিমের ছেলে। সে সেলুনের কাজ করে।
জানা যায়, ওই শিশুর বাবা জানকিখিলা গ্রামের বাসিন্দা ও ঢাকায় রিকশা চালায়। শিশুটি ঢাকার উত্তরার একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। ঈদ উপলক্ষে গ্রামে বাবার সঙ্গে ঈদ করতে বাড়িতে আসে। ঈদের দিন পার্শ্ববর্তী শালমারা গ্রামে তার নানার বাড়িতে যায়। সেখানে জানকিখিলা হাফেজিয়া মাদরাসা মাঠে ওই শিশু খেলতে যায়। এ সময় সেলুনের দোকানদার নাপিত আকরাম হোসেন ওই শিশুকে বিস্কুট প্রলোভন দেখিয়ে মাদরাসার পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় স্থানীয় কয়েকজন ওই শিশুর চিৎকার শুনে ঘর থেকে তাকে উদ্ধার করে এবং ধর্ষক আকরাম হোসেনকে আটক করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক আকরাম হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, শিশুটির মেডিকেলের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।