সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন থেকে আর প্রিইনস্টল করা যাবে না হুয়াওয়ের নতুন ফোনগুলোতে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (৭ জুন) প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়।
রয়টার্সের প্রকাশিত সংবাদ অনুযায়ী, হুয়াওয়ের ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এখন থেকে আর ফেসবুক নিজেদের ফোনে প্রিইনস্টল করতে পারবে না হুয়াওয়ে। তবে ডাউনলোড করে অ্যাপটি ব্যবহার করতে পারবেন হুয়াওয়ের ব্যবহারকারীরা।
ট্রাম্প প্রশাসন গত ১৫ মে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রে ‘কালো তালিকাভুক্ত’ করে। সরকারি অনুমোদন ছাড়া মার্কিন সংস্থা থেকে প্রযুক্তিসেবা নেওয়ার পথ বন্ধ হয়ে যায় হুয়াওয়ের। এরপরই অবশ্য এই বিধিনিষেধ ৯০ দিনের জন্য শিথিল করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ।