মুন্সিগঞ্জের শ্রীনগরে এক গৃহবধূ স্বামীর নির্যাতন সইতে না পেরে গায়ে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। শুক্রবার দুপুরে উপজেলার সেলামতি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা শ্যামসিদ্ধি ইউনিয়নের সেলামতি গ্রামের সিরাজুল ইসলাম বিভিন্ন অজুহাতে প্রায় সময় তার স্ত্রী জিয়াসমিনকে (৩৮) নির্যাতন করত।
শুক্রবার সকালে একই কায়দায় নির্যাতন করাতে দুপুরে গৃহবধূ জিয়াসমিন নিজ গায়ে কেরোসিন ঢেলে অগুন লাগিয়ে দেয়।
এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করে।
শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, স্বামীর নির্যাতন সইতে না পেরে অত্মহত্যাচেষ্টার অভিযোগ পেয়েছি।