কক্সবাজারে ঈদ আনন্দ করতে গিয়ে মিনি ট্রাক উল্টে তিন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার বেলা আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছরা ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, সাউন্ড বক্স বাজিয়ে মিনি ট্রাকে করে ১৫-২০ রোহিঙ্গা যুবক বিভিন্ন সড়কে ঘুরে নেচে-গেয়ে ঈদ আনন্দ করছিলেন। একপর্যায়ে নাচতে নাচতে মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেরিন ড্রাইভের পাশে উল্টে যায়। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও অন্তত ১৫ জন। স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনা কবলিত ট্রাকটি ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসন উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় জানিয়েছেন।