আগের দুই ম্যাচে টস জিততে পারেননি মাশরাফি বিন মর্তুজা। যে কারণে, প্রথমে ব্যাট করতে হয়েছিল বাংলাদেশকে। যদিও ওই দুই ম্যাচে দুই অভিজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশ। একটি জয় এবং একটিতে হেরেছে টাইগাররা।
এই প্রথম টস জিতলেন মাশরাফি বিন মর্তুজা। ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান কয়েন নিক্ষেপ করলেন। হেড না টেল- ডাকলেন মাশরাফি এবং শেষ পর্যন্ত তিনিই জিতলেন। টস জিতে কোনো ভাবনা-চিন্তা নেই। প্রথমে ফিল্ডিং করারই সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানকে।