শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরের নকলায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার গৌড়দ্বার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে শামীম আহমেদ নামে এক বাসচালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া সূর্যি (৫০), আশরাফুল (৩৫), ফেরদৌস সরকার (৩০), পলাশ (৪৫), মতিউর রহমান (৩২), কল্পনা (২৭) সহ অন্তত: ২০ জন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শেরপুর থেকে চট্টগ্রামগামী শামিম এন্টারপ্রাইজ ও ঢাকা থেকে নালিতাবাড়ীগামী ইয়োলো লাইন নামে গাড়ি দু’টি যাত্রীবাহী বাসের মধ্যে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের গৌড়দ্বার এলাকার মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি বাসের অন্তত: ২০ যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।