ঈদের টানা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটকের আগমনে গত এক মাসের মন্দাভাব কাটিয়ে পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসায় ফিরেছে চাঙ্গাভাব। এতে দারুন খুশি সৈকত এলাকার ব্যবসায়ীরা। আর চেম্বার অব কমার্সের নেতারা বলছেন, পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা গেলে কক্সবাজারে পর্যটক আগমন আরও বাড়বে।
ঈদের টানা ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে লাখো পর্যটক। এসব পর্যটকের আগমনে মুখরিত পুরো সাগর তীর। বালিয়াড়ি থেকে সৈকতের লোনাজল সবখানে পর্যটকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস।
গত একমাস রমজানের কারণে পর্যটক শূন্য ছিল কক্সবাজার। ফলে মন্দাভাব ছিল পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসায়। কিন্তু ঈদের টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের আগমনে এখন চাঙাভাব সব ব্যবসায়। ফলে দারুণ খুশি সৈকত এলাকার হকার ও ব্যবসায়ীরা।
তারা বলেন, এবছর অনেক পর্যটক এসেছেন, আমাদের ব্যবসা খুব ভালো হয়েছে।
ঈদের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের সাড়া পাওয়ায় গত এক মাসের লোকসান কাটিয়ে উঠছেন বলে জানালেন হোটেল মালিক সমিতির নেতা আবু তালেব শাহ। তিনি বলেন, পর্যটকদের যে সাড়া দেখছি, তাতে আমরা খুশি।
আর কক্সবাজার চেম্বার অব কর্মাসের পরিচালক আতিকুল ইসলাম জানালেন, কক্সবাজারে পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা গেলে পর্যটকের আগমন দিন দিন আরও বাড়বে।
।
হোটেল মালিকদের দেয়া তথ্য মতে, ঈদের টানা ছুটিতে গত ৩ দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়াতে এসেছে প্রায় ৩ লাখের বেশি পর্যটক।