ads
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

ফেলানীর পরিবারকে গরু দিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি শোভন চৌধুরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৬ বার পঠিত

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে আলোচিত ফেলানীর ছোট ভাই বোনের পড়ালেখার খরচ চালাতে পরিবারের হাতে বিদেশি জাতের একটি গাভী তুলে দিলেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

শনিবার দুপর আড়াইটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ফেলানীর বাবা নুর ইসলাম, মা জাহানারা বেগমসহ ছোট ভাই-বোনদের হাতে তিনি এই গাভী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা উন্নয়নের পৃষ্ঠপোষক- উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির অর্থ বিষয়ক উপ-সম্পাদক মেহেদী হাসান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপ-সম্পাদক শাকিল আহমেদ, রাসেল খানসহ ভূরুঙ্গামারী-নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ফেলানীর বাবা মাকে বলেন আমরা জানি সরকারে সহায়তায় আপনাদের পরিবারের অভাব ঘুচে গেছে। তারপরেও তার ছোট ৫ ভাই-বোন মালেকা খাতুন, কাজলী খাতুন, জাহান আলী, আরফান আলী, আক্কাছ আলীর পড়ালেখার সহায়তায় বাংলাদেশ ছাত্রলীগের এ সামান্য প্রয়াস। বিদেশি জাতের এ গাভী প্রতিপালন করে এর আয়ে সন্তানের পড়ালেখার খরচ চালাবেন।

উল্লেখ্য ২০১১ সালের ৭ জানুয়ারী ফুলবাড়ী উপজেলার উত্তর অনন্তপুর সীমান্তে ৯৪৭নং আন্তর্জাতিক পিলার ৩নং সাব পিলারের পাশ দিয়ে মই বেয়ে কাটাতার ডিঙ্গিয়ে বাবা উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামের নুরল ইসলামের সাথে বাংলাদেশে প্রবেশের সময় টহলরত চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষ কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ১৬:২৩
  • ১৮:১১
  • ১৯:২৫
  • ৫:৪২
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102