বগুড়ায় শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে দুই ভাই নিহত হয়েছেন। রোববার (৯ জুন) রাত ১১টায় নন্দীগ্রাম উপজেলার পদ্মপুকুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার থালতামাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আঙ্গুর আলী (৪৫) ও তার ছোট ভাই হাবিবুর রহমান (১৯)।
জানা গেছে, দুই ভাই রাজশাহী থেকে দু’টি মহিষ কিনে ভটভটি যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির কাছাকাছি পদ্মপুকুর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে দুই ভাই এবং একটি মহিষ মারা যায়। ভটভটি চালক আহত অবস্থায় দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নন্দীগ্রাম থানার কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, ‘ভটভটি চালককে খুঁজে পাওয়া যায়নি। তার নাম পরিচয়ও জানা যায়নি। নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় মারা যাওয়া মহিষের মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা।’