এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: মাদক, নারী ও শিশু পাচার, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, গরু চোরাচালানসহ নানা বিধ সীমান্ত অপরাধ সংক্রান্ত অপতৎপরতার কারনে সীমান্তে হত্যার মতো গুরুতর অপরাধ প্রতিরোধে জনসচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮জুন (শনিবার) উপজেলার দাঁতভাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠে বিজিবি কর্তৃক আয়োজিত ও জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের পরিচালক, অধিনায়ক ল্যাঃ কর্ণেল নজরুল ইসলামের সভাপতিত্বে জনসচেতনতামূলক প্রেষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন (এমপি),বিশেষ অতিথি ছিলেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ , রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, রৌমারী রাজিবপুর ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষক,ব্যবসায়ী ও স্থানীয় ব্যাক্তিবর্গসহ রৌমারী ও রাজিবপুর এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তাগণের বক্তব্য শেষে প্রধান অতিথি প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন (এমপি) বলেন, সীমান্তে বিএসএফ’র গুলিতে হত্যা ও অপতৎপরতা প্রতিরোধে আমাদেরকে সচেতন হতে হবে এবং চোরাকারবারীর অভিভাবকদেরকে সতর্ক করে দেন। তা ছাড়া দায়িত্বরত বিজিবিকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকা ভিত্তিক কমিটি গঠন করার পরামর্শ দেন। আর চোরাকারবারীরা চোরাচালান থেকে বিরত থাকলে তাদেরকে কর্মসংস্থানের আশ্বাসও দেন তিনি।