ads
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

শেরপুরে পরিবেশ দূষণ রোধে সচেতনতা বাড়াতে সাইকেল র‌্যালি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৬ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; নির্মল বায়ু, দূষণমুক্ত পৃথিবী; সবুজ বাঁচাই, সবুজে বাঁচি’- শ্লোগানে প্লাস্টিক দূষণ, বায়ু দূষণ রোধ করে পরিবেশ সংরক্ষণ এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে শেরপুরে এক বর্ণাঢ্য বাই-সাইকেল র‌্যালি হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ৯ জুন রবিবার জেলা প্রশাসন এবং নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ-এর যৌথ আয়োজনে এ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আনার কলি মাহবুব কালেক্টরেট চত্বরে এ সাইকেল র‌্যালির উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বিল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি মানিক দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রায় দুই শতাধিক সাইক্লিস্টের অংশগ্রহণে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণসহ প্রায় ৩ কিমি পরিভ্রমণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে শেরপুর বার্ড ক্লাবের উদ্যোগে ৫টি দুর্লভ প্রজাতির ফুল গাছের চারা রোপণ করা হয়।

এ সময় জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, মানবাধিকার কর্মী শামীম হোসেন, উদীচী জেলা সভাপতি তপন সারোয়ার, একটানা ৯৬ ঘন্টা সাইকেল চালনার রেকর্ডধারী খন্দকার আব্দুল হামিদ, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, আইইডি প্রকল্প সমন্বয়কারী মানিক পাল প্রমুখ বক্তব্য রাখেন।

র‌্যালিতে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), মিমোজা ফ্যাশন হাউজ, শেরপুর বার্ড ক্লাব, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএস, আইইডি, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম, মহিলা পরিষদ সহ স্থানীয় বিভিন্ন সংগঠন সহগোগিতা করেন। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী, সাংবাদিক, পরিবেশ কর্মী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, কায়িক পরিশ্রম কম করার কারণে বাড়ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা ব্যধি। বাই সাইকেল চালনা হতে পারে এসব ব্যধির বিরুদ্ধে কার্যকর পন্থা। সাইকেল চালানো জনপ্রিয় করতে পারলে বায়ু দুষণ কমবে, পরিবেশ সংরক্ষণ হবে, মানুষ সুস্থ্য থাকতে পারবে। তাছাড়া মেয়েরা সাইকেল চালালে ইভটিজিংয়ের পরিমাণও কমবে। এজন্য পরিবেশ দিবসকে কেন্দ্র করে এই বাইসাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ১৬:২৩
  • ১৮:১১
  • ১৯:২৫
  • ৫:৪২
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102