নাটোর জেলা কারাগারে মেরাজুল ইসলাম মুক্তা (৩৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার রাতে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মাদক মামলার আসামি হিসেবে বন্দি ছিলেন।
মৃত হাজতি শহরের কানাইখালী মহল্লার সিদ্দিকুর রহমান ওরফে গুল্লু মিয়ার ছেলে।
জেল সুপার আব্দুল বারেক গণমাধ্যমকে জানান, গত ১৯ এপ্রিল একটি মাদক মামলায় মুক্তা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। রোববার বিকেলে মুক্তার বুকে ব্যথা অনুভূত হয়। বিষয়টি কারা কর্তৃপক্ষ জানার পর দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মুক্তা মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।