ময়মনসিংহে গৃহবধূ শিরিনকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলার আসামি শাশুড়ি ও দেবরকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুবা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাশুড়ি হাছিনা বেগম ও দেবর মিজানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার অপর আসামি হোমিও চিকিৎসক ফারুক মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
যৌতুক দাবিতে ১ জুন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গৃহবধূ শিরিনের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যা চেষ্টা চালায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। দগ্ধ শিরিন বেগম ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।