এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে দর্শণার্থীদের নিকট থেকে টাকা নেয়া এবং দর্শণার্থী শিক্ষার্থীদের লাঞ্চিত করার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর আঞ্চলিক মহাসড়কে সোনাহাট বাজার এলাকায় গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অবরোধে রাস্তার দুই দিকে বাস, ট্রাক, অটোবাইক, মটরসাইকেলসহ শতশত যাত্রী আটকা পড়ে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, তারা ঈদের ছুটিতে সোনাহাট স্থল বন্দর পরিদর্শনে গেলে বন্দর কর্তৃপক্ষের লোকজন তাদের কাছে প্রবেশ মূল্যবাবদ ১০টাকা জন প্রতি দাবী করে। শিক্ষার্থীরা টাকা দিতে অপরগতা প্রকাশ করলে বন্দরের গার্ড এবং দায়ীত্বে থাকা লোকজন তাদের মারপিট এবং লাঞ্চিত করে। প্রতিবাদে এ অবরোধ কর্মসূচী পালন করে তারা।
ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবীর জানান, শিক্ষার্থীদের সাথে আলোচনা সমস্যার সমাধান করা হয়েছে।