মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ৩ দিনের অভিযানে ৭ জন মাদকসেবী ও ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার, সোমবার এবং মঙ্গলবারের অভিযানে উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলামের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযানে অংশ নেন। জানা গেছে, ৩দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলার চকশ্রিরামপুর গ্রামের কছিমুদ্দিনের ছেলে মো. মহবুল (৩২), উত্তর জগন্নাতপুর গ্রামের মো. এসলামের ছেলে মো. ইসমাইল হোসেন (৩৪), ইটাকপাড়া শান্তিমোড় গ্রামের মো. মনসুর আলীর ছেলে মো. জামাল উদ্দিন (৩০), বাটাগ্রামের মৃত ফাইজুদ্দিনের ছেলে মো. তোঁতা (৩৭), দানিয়ালগাছি গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. আব্দুল করিম (২৭), শিবগঞ্জ উপজেলার বাগবাড়ী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. সাওবান হোসেন (৪৫) ও গোমস্তাপুর উপজেলার নুনগোলা শান্তিপাড়ার মো. লালটুকুর ছেলে মো. সুকুদ্দি (২৪) কে সদর উপজেলার বটতলাহাট এলাকা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ছাড়াও ভোলাহাট উপজেলার ছোট জামবাড়ীয়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. নিমরুল (৩২) কে ৭ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নিমরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভোলাহাট থানায় মামলা দায়ের করা হয়। অপরদিকে সদর উপজেলার চুনাখালি মিস্ত্রিপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে মো. উজ্জল আলী (৩৩) এর বাড়ি থেকে ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে কৌশলে উজ্বল পালিয়ে যায়। এ ঘটনায় পলাতক উজ্বলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকসেবীদের ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম, মো. আসাদুজ্জামান, মো. রুহুল আমিন বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।