ads
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

জানাযা নামাজের দোয়া জেনে রাখুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০১৯
  • ১৩ বার পঠিত

রুকু ও সেজদাবিহীন নামাজ হলো জানাযা। এ নামাজে মৃতব্যক্তির জন্য দোয়া করা হয়। মৃতব্যক্তি যদি মুসলমান হয় তবে জীবিতদের ওপর এ নামাজ আদায় করা ফরজে কিফায়া।

জানাযার নামাজের মধ্যে পঠিত ছানা ও দরূদ নামাজের ছানা ও দরূদের মতোই। কিন্তু জানাযা নামাজে তৃতীয় তাকবিরের পর রয়েছে মৃতব্যক্তি ও জানাযা নামাজ আদায়কারীদের জন্য সুনির্ধারিত কয়েকটি দোয়া। আর তাহলো-

মৃতব্যক্তি (বালেগ) প্রাপ্তবয়স্ক (নারী/পুরুষ) হলে

উচ্চারণ : ‘আল্লাহুম্মাগফিরলি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উংছানা। আল্লাহুম্মা মান আহ্‌ইয়াইতাহু মিন্না ফাআহ্‌য়িহি আ’লাল ইসলাম। ওয়া মাং তাওয়াফ্‌ফাইতাহু মিন্না ফাতাওয়াফ্‌ফাহু আ’লাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আঝরাহ ওয়া লা তুদিল্লানা বাআ’দা।’ (মুসনাদে আহমাদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত)

অর্থ : ‘হে আল্লাহ! আমাদের জীবিত, আমাদের মৃত, আমাদের মধ্যে উপস্থিত ও অনুপস্থিত, আমাদের ছোট ও বড়, আমাদের পুরুষ ও নারী সবার গোনাহ ক্ষমা করে দিন।

হে আল্লাহ! আপনি যাদের জীবিত রেখেছেন তাদেরকে ইসলামের উপর জীবিত রাখুন। আপনি যাদের মৃত্যু দেন, তাদের ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন।

হে আল্লাহ আমাদেরকে তার সাওয়াব থেকে বঞ্চিত করবেন না। এবং তার মৃত্যুর পর আমাদেরকে গোমরাহ বা বিপদে ফেলবেন না।’

মৃতব্যক্তি (নাবালেগ) অপ্রাপ্তবয়স্ক/শিশু (ছেলে) হলে

উচ্চারণ : আল্লাহুম্মাঝ্‌আ`লহু লানা ফার্‌ত্বাও ওয়াঝ্‌আ`লহু লানা আঝ্‌রাও ওয়া জুখ্‌রাও ওয়াঝ্‌আ`লহু লানা শাফিআ`ও ওয়া মুশাফ্‌ফিআ`।

অর্থ : ‘হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।’

মৃতব্যক্তি (নাবালেগ) অপ্রাপ্তবয়স্ক/শিশু (মেয়ে) হলে

উচ্চারণ : ‘আল্লাহুম্মাঝ্‌আ`লহা লানা ফার্‌ত্বাও ওয়াঝআ`লহা লানা আঝ্‌রাও ওয়া জুখরাও ওয়াঝ্‌আ`লহা লানা শাফিআ`তাও ওয়া মুশাফ্‌ফিআ`তান।’

অর্থ : ‘হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।’

জানাযার দোয়া জানা না থাকলে এ ছোট্ট দোয়াটি পড়া

উচ্চারণ : ‘আল্লাহুম্মাগফির লিলমু`মিনিনা ওয়াল মু`মিনাত।’অর্থ : ‘হে আল্লাহ! আপনি মুমিন নারী-পুরুষ উভয়কে ক্ষমা করে দিন।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জানাযা নামাজে উপস্থিত হয়ে মৃতব্যক্তির জন্য দোয়া করার তাওফিক দান করুন। জানাযায় শরিক হয়ে অধিক সাওয়াব লাভের তাওফিক দান করুন। আমিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ১৬:২৬
  • ১৮:১৬
  • ১৯:৩১
  • ৫:৪১
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102