নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় নওগাঁ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ডি আই রাজনৈতি ফেলো মোঃ শফিকুর রহমান মামুন এর আয়োজনে “নারী ও যুব” সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহরের ফুড প্যালেসে শফিকুর রহমান মামুন এর আয়োজনে “নারী ও যুব” সমাবেশে ডি আই রাজশাহী রিজিওনাল কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ সহ নওগাঁ জেলা আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম, আঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী এসময় উপস্থিথ ছিলেন। “নারী ও যুব” সমাবেশে রাষ্ট, সরকার, রাজনীতি, গঠনতন্ত্র, রাজনৈতিক দল, দলীয় গঠনতন্ত্র, ও দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে বিশদ আলোচনা করা হয়।