নাটোরের লালপুরে দুর্বৃত্তদের গুলিতে অলোক বাগচী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত অলোক বাগচী গোপালপুর পৌর সভার ঠাকুরবাড়ি এলাকার মৃত সুনিল বাগচীর ছেলে। পেশায় তিনি একজন সিএনজি ব্যবসায়ী ছিলেন।
বুধবার (১২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর মোড়ের মহিলা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, অলোক বাগচীকে দুপুরের দিকে মোবাইলে কেউ ফোন করে ডাকে। এ ডাকে সাড়া দিয়ে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে যান। পরবর্তীতে ৩টার দিকে গোপালপুর পৌরসভার তোফাকাট এলাকার বিজয়পুর রোডে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।