এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: বিভিন্ন অনলাইনে সংবাদ প্রকাশের পর ১০৫ বছরের বৃদ্ধ বিপিন চন্দ্র বর্মণ বয়স্ক ভাতা পেলেন। বয়স্ক ভাতা পেয়ে স্বস্তি পেলেন এই বৃদ্ধ।
গত বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম উপজেলা পরিষদ কার্যালয়ে বয়স্ক ভাতার বই তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও নির্বাহী অফিসার মোছা. মাছুমা আরেফিন।
বিপিন চন্দ্র জানান, এই বয়সে ভাতা পাবো কখনো ভাবিনি। যারা এই গরীব অসহায় বৃদ্ধ মানুষটার ভাতার ব্যবস্থা করেছে ঈশ্বর যেন তাদের মঙ্গল করে।
বিপিন চন্দ্র বর্মণ উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পূর্ব রাবাইতারি বসুনিয়ারছড়া গ্রামের মৃত খোলা রাম চন্দ্র বর্মণের ছেলে।
গত ৩০ মে বিভিন্ন অনলাইন পত্রিকায় বিষয়টি প্রকাশ হওয়ার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হয়। পরে ইউএনও অফিস বিপিন চন্দ্র বর্মণের খোঁজ খবর নেয় এবং বয়স্ক ভাতার ব্যবস্থা করে।
উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন জানান, বৃদ্ধ বিপিন চন্দ্র বর্মণের রিপোর্টটি দেখার সঙ্গে সঙ্গে তার খোঁজ খবর নিতে আমাদের নাজিরকে পাঠানো হয়েছে। বিপিন ছাড়াও ওই এলাকায় আরও একজন ৮৬ বছরের বৃদ্ধার খোঁজ পাওয়া গেছে। আমরা ওই বৃদ্ধা কোকিলা বালাকেও ভাতা প্রদান করেছি।