পটুয়াখালীর বাউফলের বগা লঞ্চ ঘাটের দক্ষিণ পাশে লোহালিয়া নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা পুরুষ ও নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০ টায় বাউফল থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, উদ্ধারকৃত পুরুষের বয়স নির্ধারণ করা না গেলেও নারীর বয়স ৩০ থেকে ৩৫ হবে।