হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বুধবার ( ১২ মে) রাত নয়টার দিকে বাংলাদেশ সরকারের পরিচয়পত্রসহ তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনক ঘোরাফেরা করছিল নজরুল ইসলাম ও মোহাম্মদ জোবায়ের। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে দুইজনই পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।
প্রতি হাজার ইয়াবা নির্ধারিত টাকার বিনিময়ে টেকনাফের এক ব্যবসায়ীর কাছ থেকে নিয়ে রাজধানীর দয়াগঞ্জে অপর এক ইয়াবা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়ার কথা ছিল তাদের। তবে কক্সবাজার থেকে কোন বিমানে তারা ঢাকায় অবতরণ করেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি এপিবিএন।