এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার, লক্ষ্য হবে সফল জীবন পাবার এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বৃহস্পতিবার (১৩ জুন) মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ও ইহার বিধিমালা ২০১৭ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক ডা. নজরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার, জেলা বিএমএ সভাপতি ডা. নাসির উদ্দিন ও প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু উপস্থিত ছিলেন।
এছাড়া রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের প্রোগ্রাম এক্সিকিউটিভ তানভির কিবরিয়া, প্রজেক্ট অফিসার মো. ওয়াহিদুর রহমান ও মো. রহমতুল্যাহ।
সভায় বক্তারা বলেন, মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য বা উহা ব্যবহারের সরঞ্জামাদির আমদানি, স্থানীয়ভাবে উৎপাদন, বিপণন, বিক্রয় বা বিতরণের উদ্দেশ্যে, কোন বিজ্ঞাপন মুদ্রণ, প্রদর্শন, প্রচার বা প্রকাশ করবেন না বা এ রকম কাজে কেউ নিজেকে নিয়োজিত করতে পারবেন না বলে আইনে বলা হয়েছে।