মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার গোপালপুর বাজারে শনিবার সকাল সাড়ে সাতটায় ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। অগ্নিকান্ডে পঙ্কজ সু স্টোর, অনুকুল চাকী স্টোর, গোপাল চাকী স্টোর, রবি চাকী স্টোর, বিপুল চাকী স্টোর, তপন চাকী ব্রাদার্স, প্রনয় গ্লাস হাউজ, আপন ফেব্রিকস্ এবং হাসান ও শামীম সু স্টোরের দুটি গোডাউন ভস্মিভূত হয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাপড়ের দোকান আপন ফেব্রিকস থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় জনসাধারণের প্রানান্তকর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে না আসলে, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন আনে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডিএডি মো. আব্দুর রাজ্জাক জানান, গোপালপুর বাজারে আগুন লাগার খবর পেয়ে গোপালপুর, ধনবাড়ি ও মধুপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের সুত্রপাত খুঁজে বের করতে দমকল বাহিনী কাজ করে যাচ্ছে।
পরে স্থানীয় সাংসদ ছোট মনির ঘটনাস্থলে উপস্থিত হয়ে, প্রতি দোকানীকে পাঁচ বান করে ঢেউটিন এবং আর্থিক ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দেন।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন, পৌর মেয়র রকিবুল হক ছানা, আব্দুল হাই, রওশন খান আইয়ুব, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ঘটনাস্থল পরিদর্শন করেন।