শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। সে সদর ইউনিয়নের বন্ধভাটপাড়া গ্রামের সোরহাব আলীর মেয়ে সোরাইয়া বেগম (৩০)।
শনিবার (১৫ জুন) সকাল ৯টার দিকে বাড়িতে এসে ঘরের দরজা খুলে দেখতে পায় তার মেয়ে ফাঁসিতে ঝুলে আছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৬টার দিকে নিহতের পিতা প্যারালাইসিস রোগী সোরহাব আলীকে নিয়ে তার মা কবিরাজ বাড়িতে চিকিৎসা নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল ৯টার দিকে বাড়িতে এসে ঘরের দরজা খুলে দেখতে পায় তার মেয়ে ফাঁসিতে ঝুলে আছে। এ সময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পুলিশকে খবর দিলে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।
সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন বলেন, নিহত ওই মেয়েটি মানুষিক রোগী হয়ে বাবার বাড়িতেই থাকত।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি তদন্ত আব্দুল কাদের খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে