এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চান্দের বাজারসংলগ্ন বিদ্যাবাগিস এলাকায় গত বৃহম্পতিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ‘মাদকসম্রাট’ শাহানুরের বাড়ি থেকে এক হাজার ২১০ পিস ইয়াবা ও ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে। এ সময় তিনটি মোটরসাইকেলসহ ওই বাড়ি থেকে মাদক ক্রেতা ছয় যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবকরা হলো রিপন আহমেদ, মনু মিয়া, লানজু মিয়া, মাসুম বিল্লাহ, রাশেদুজ্জামান রুবেল ও ওমর ফারুক।
রাতেই খবর পেয়ে থানায় গিয়ে দেখা যায়, আটক যুবকদের হাজতে না রেখে একটি বিশেষ কক্ষে রাখা হয়েছে। তাদের ছবি ও তথ্য দিতে রাজি হয়নি পুলিশ।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, রাতেই মাসুম বিল্লাহ নামের একজনকে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি পাঁচজনের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা করা হয়।