রিপোর্টার-কপোত নবী: চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার ও শনিবার ৬ জন মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রায়হান আহমেদ খানের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স শিবগঞ্জ উপজেলার অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় মাদক বহনের দায়ে ১টি মোটরসাইকেল ও ১টি ব্যাটারি চালিত অটোবাইকও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা চৌকা মনাকষার শেখপাড়ার দাদনচক গ্রামের মো. এনামুলের ছেলে মো. পলাশ (৩২), হাউসনগর গ্রামের মৃত এরতাজ আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৫২) ও দাদনচক গ্রামের মৃত তাফজুল হোসেনেন ছেলে মো. বারিকুল (৩৫)। এ সময় চৌকা মনাকষা গ্রামের মো. রবুর ছেলে মো. রিপন (২৭) কৌশলে পালিয়ে যায়। পরে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।
অপর দিকে সদর উপজেলার বিদিরপুর থেকে আলীনগর রেলপাড়ার মো. আজাদের ছেলে মো. মেন্টু (৩৫) ও নয়াগোলা গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে মো. কাইয়ুম ওরফে কামু (৪৫) কে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করা হয়। আরেক অভিযানে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা গ্রামের মৃত আনছার আলীর ছেলে মো. বাবুল (৪০) কে ৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম, মো. আসাদুজ্জামান আসামী মেন্টুকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৪০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, আসামী কাইয়ুম ওরফে কামুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড, ও আসামী মো. বাবুল কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।