এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: জীবিত মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে তাঁদের হাতের ছাপ সংগ্রহের কর্মসূচি গ্রহণ করেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন। শনিবার সকাল ১০ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে দুই দিনব্যাপী হাতের ছাপ সংগ্রহের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী । জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৯টি উপজেলায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ডার আলমগীর হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দিন প্রমুখ। দুই দিনে জীবিত ৫১৭ জন মুক্তিযোদ্ধার হাতের ছাপ, ছবিসহ তথ্য সংগৃহিত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী।