এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে মাসিক আইন শৃঙ্খলা কমিটি ও সমন্বয় পরিষদের সভায় একাধিক একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করেছে উপজেলা পরিষদ।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে আইন শৃঙ্খলা কমিটি ও সমন্বয় পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আধুনিক রাজারহাট গড়ার প্রত্যয়ে সরকারী অর্থায়নে রাজারহাট উপজেলায় একটি মিনি ষ্টেডিয়াম ও রাজারহাট বাজারের জয়বাংলা মোড়ে “রাজারহাট চত্বর” নির্মাণ সহ একাধিক উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন করেন। এছাড়া রাজারহাট উপজেলাকে মাদকমুক্ত করতে তিনি মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের নির্দেশনা প্রদান করেন পুলিশকে। উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি থানা পুলিশ প্রশাসনের কাছে মামলায় সাধারন মানুষের হয়রানী রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আহবান জানান।
এছাড়া আইন শৃঙ্খলার সভায় জুয়া খেলার অভিযোগে ভালো মানুষকে অহেতুক হয়রানী না করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।