শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরের নকলায় ডলি খানম (২২) নামে এক অন্তঃসত্ত্বাকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় কর্তব্যে অবহেলায় এবার নকলা থানার ওসি কাজী শাহ নেওয়াজকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। আগামী ১৮ জুন নকলা উপজেলা নির্বাচনের পর তাকে প্রত্যাহার করা হবে বলে জানা যায়।
এ ঘটনায় জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম শনিবার (১৫ জুন) দুপুরে নকলা থানার ওসি কাজী শাহ নেওয়াজকে প্রত্যাহারের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে একই ঘটনায় নকলা থানার এসআই ওমর ফারুককে প্রত্যাহার করে শেরপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১০ মে নকলা উপজেলার কায়দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ডলি খানম নামে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করে প্রতিপক্ষ। ঘটনার এক মাস পর নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হলে তোলপাড় শুরু হয় এবং গত ১১ জুন নয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।