রিপোর্টার- কপোত নবী: দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে চাঁপাইনবাবগঞ্জে আগামী ২৬ জুন বুধবার পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে। এ নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।
পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম জানান, কনস্টেবল পদে মাত্র ১০৩ টাকায় পরীক্ষায় অংশ নিতে পারবে বাছাইকৃতরা। উত্তীর্ণ প্রার্থীদের স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে চাকুরি দেয়া হবে। পুলিশ সুপার জানান, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকার নির্ধারিত পরীক্ষার ফি বাবদ ১০০ টাকার ট্রেজারী চালান এবং ৩ টাকার ফর্ম কিনতে হবে। এ ছাড়া কোন প্রকার টাকা কোথাও লাগবে না।
পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, পুলিশের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একশ্রেণীর প্রতারক চক্র টাকার বিনিময়ে চাকুরীর প্রলোভন দেখাচ্ছে মানুষদের। ১০৩ টাকা ব্যতিত কোথাও কারো হাতে কোন টাকা লেনদেন করবেন না। তিনি নিয়োগ প্রার্থীদের প্রতারক ও দালাল চক্রের বিষয়ে সজাগ থাকার আহবান জানান। এ নিয়োগ নিয়ে কেউ বাণিজ্য করলে পুলিশকে জানাবার আহবানও জানিয়েছেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম। গতবারও সরকার নির্ধারীত ফি ও ফর্মের দাম দিয়ে পুলিশের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।